ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা মুশতাক হ ত্যা র প্রতিবাদে সুনামগঞ্জে সড়ক অব রো ধ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে (৫২) হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।

অবরোধ চলাকালে দিরাই, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর পয়েন্ট ও দিরাই-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বেঞ্চ ফেলে সড়ক আটকে দেন নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন, সুনামগঞ্জ সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন এবং শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই।

পরিবার ও জমিয়তের নেতারা এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করেছেন। তারা এর রহস্য উদঘাটন ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে জমিয়তের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সূর্যোদয়ের আগে খুনিদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে সুনামগঞ্জ সদর থেকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার দিরাই উপজেলার মরা সুরমা নদীর শরীফপুর ইটাভাটার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।