ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাকে হ ত্যা করেছে মাদকাস ক্ত এক ছেলে

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক ছেলে।

 

নিহত মনজিলা বেগম জিরা (৬৫) হাটচন্দ্রা গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মনজু (৩৮) পলাতক রয়েছেন।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এক গাছি গুরুতর আহত হয়েছে।

 

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিসুর আশিকিন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য মনজিলা বেগম জিরা বাড়ির ছোট ৩টি মেহগনি ও একাশিয়া গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করেন। আজ সকাল ১০টায় গাছিরা গাছ কাটা শুরু করলে মনজুরুল ইসলাম প্রথমে গাছিকে ছুরিকাহত করেন। সেসময় তাকে ফেরাতে গেলে মাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে আহত গাছি ফরিদ মন্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।