মাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক ছেলে।
নিহত মনজিলা বেগম জিরা (৬৫) হাটচন্দ্রা গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মনজু (৩৮) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এক গাছি গুরুতর আহত হয়েছে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিসুর আশিকিন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য মনজিলা বেগম জিরা বাড়ির ছোট ৩টি মেহগনি ও একাশিয়া গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করেন। আজ সকাল ১০টায় গাছিরা গাছ কাটা শুরু করলে মনজুরুল ইসলাম প্রথমে গাছিকে ছুরিকাহত করেন। সেসময় তাকে ফেরাতে গেলে মাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে আহত গাছি ফরিদ মন্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহত ছুরি উদ্ধার করেছে পুলিশ।