• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাটি কাটা নিয়ে মারামারি, নিহত যুবক

risingsylhet.com
প্রকাশিত মার্চ ১৯, ২০২৩

সিলেট শাহপরান এলাকার পীরের চকে মাটি কাটা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া (৩৪) পীরের চকের মকবুল হোসেনের ছেলে।

জানা গেছে, পীরের চক বাজার এলাকায় একটি জমিতে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় আশিকের। একপর্যায়ে মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বুকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

যুবক নিহতের বিষয় জানান, শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

তিনি জানান, বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ব্যাপারে পুলিশের একটি টিম কাজ করছে।

১৫ বার পড়া হয়েছে।