• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাদকবিরোধী অভিযানে আজ রাজধানীতে গ্রেফতার ২৯

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩

রাইজিংসিলেট- মাদকবিরোধী অভিযানে আজ রাজধানীতে গ্রেফতার ২৯,বিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭৯৯টি ইয়াবা, ৪৮ গ্রাম হেরোইন, ৫২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪৭৫০ মি.লি দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

বার পড়া হয়েছে।