মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের আটকের গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৭টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ দরবস্ত বাজার এলেকায় অভিযান পরিচালনা করে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এসময় সিলেট জেলার শাহপরান থানার লাখাডঙ্গি গ্রামের মো. জুয়েল মিয়ার ছেলে সোহাগ আহমদ (২০) এবং আল মদিনা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাহাত আহমদ (১৯) ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন ও দমন আইনে মাসলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল।
৯৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।