raising sylhet
ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

rising sylhet
rising sylhet
মে ৬, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রপাতে সঞ্জিব বল্লভ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দিগেন বৈদ্য (৪০) নামে একজন।

 সদর উপজেলার পুরানবাজার এলাকা এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকেলে কাজ শেষে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যান সঞ্জিব ও দিগেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সঞ্জিব বল্লভকে মৃত ঘোষণা করেন। দিগেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত সঞ্জিব বল্লভ গোপালগঞ্জের কোটালিপাড়ার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরান বাজারে একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

১২৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।