সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রপাতে সঞ্জিব বল্লভ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দিগেন বৈদ্য (৪০) নামে একজন।
সদর উপজেলার পুরানবাজার এলাকা এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেলে কাজ শেষে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যান সঞ্জিব ও দিগেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সঞ্জিব বল্লভকে মৃত ঘোষণা করেন। দিগেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত সঞ্জিব বল্লভ গোপালগঞ্জের কোটালিপাড়ার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরান বাজারে একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।