সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো মুমুর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়ে জীবন বাঁচানো। তাই কারো প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের সবারই উচিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করা। রক্তের প্রয়োজন মেটাতে যেহেতু রক্তই দিতে হয়; সেহেতু ব্যাপক জনসচেতনতার মাধ্যমে স্বেচ্ছারক্তদাতা বৃদ্ধিই রক্তের এ চাহিদা মেটাতে পারে। তাই আসুন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজে সুরক্ষিত ও বিপদমুক্ত থাকি এবং অন্যের জীবন প্রদীপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।
তিনি মঙ্গলবার (১৭ই এপ্রিল) অনলাইন ভিত্তিক রক্তদাতা ও সামাজিক সংগঠন ব্লাড ডোনেশন লিংক এর উদ্যোগে ইফতার মাহফিল ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ব্লাড ডোনেশন সংগঠনের সভাপতি টুটুল গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির পরিচালক সাদেক আহমদ চৌধুরী, ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস এর পরিচালক জামাল আহমদ, শপিং সিটির ব্যবসায়ী কমিটির সভাপতি শোয়েব আহমদ অভি, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার এষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পিটন মোদক, ওসমান আহমেদ, মাসুদ রানা সুমন, শোভন সরকার, আকবর, প্রণয়, নাজিব, রনি, মুসা, পারভেজ, ইভ্রাহিম, প্রশান্ত, বিপুল, মাহিন, জাহিব, রাহি, অলিদ প্রমুখ। বিজ্ঞপ্তি