raising sylhet
ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মানবিক সিলেট গড়তে মাওলানা মাহমুদুল হাসানকে হাতপাখায় ভোট দিন: অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ

rising sylhet
rising sylhet
এপ্রিল ৯, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন মানবিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণময় সিলেট গড়তে হাতপাখা মার্কায় ভোট দিন। সিলেট শহরকে উন্নত, পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে গডড়ে তুলতে সৎ ব্যক্তি মেধাবী ও দুর্নীতিমুক্ত মেয়র নির্বাচিত করুন। দুর্নীতিবাজদের দিয়ে দুর্নীতি দূর করা যায় না। অসৎ ব্যক্তির মাধ্যমে সততা প্রতিষ্ঠিত হয় না। উন্নয়নের প্রথম শর্ত হলো সততা। তাই সৎ যোগ্য মেধাবী মাওলানা মাহমুদুল হাসানকে হাতপাখায় ভোট দিয়ে নির্বাচিত করুন।

রবিবার (৯ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর দি আগ্রা কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা জয়েন্ট সেক্রেটারী মুফতী আবু তাহের মিসবাহর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী আক, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী, সংগঠনের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, মহানগর সহ-সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, জেলা সভাপতি আমার বদরুল হক।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়ত উলামা ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন, খেলাফত মজলিস বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, গণধিকার পরিষদ সিলেট জেলা আহ্বায়ক নাইম লস্কর, জমিয়ত উলামায় ইসলাম সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা মাহমুদ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা ইমরান আলম, আঞ্জুমান আল ইসলাহ সিলেট মহানগর সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা সহ বিভিন্ন দলের জেলা মহানগর নেতৃবৃন্দ।

৫৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।