raising sylhet
ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মান্নান ও সুমনকে দল থেকে স্থায়ী বহিস্কার

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৪, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগরের ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্য করে চিনি চোরাচালানীতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ২জনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য সিলেট মহানগরের ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন সুমন-কে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার হলো।

১৪ অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে স্থায়ী বহিস্কার আদেশ প্রদান করা হয়।

৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।