ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মামলার আসামি আ’লীগ নেতা তৌহিদের অফিসে চলছে সিসিকের কার্যক্রম,ওয়ার্ডবাসীর ক্ষো ভ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১২, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মামলার আসামি আ’লীগ নেতা তৌহিদের অফিসে চলছে সিসিকের কার্যক্রম,ওয়ার্ডবাসীর ক্ষোভ ।

একাধিক মামলার চিহ্নিত আসামি আওয়ামীলীগ নেতা তৌহিদের অফিসেই পরিচালিত হচ্ছে সিসিকের ১৯ নং ওয়ার্ডের কার্যক্রম। এতে ক্ষোভ জানিয়েছেন ওয়ার্ডবাসীর ।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা বিগত আমলের সাজানো নির্বাচনে জয়ী বরখাস্তকৃত কোন কাউন্সিলরের অফিস অন্তবর্তী আমলে আর ব্যবহার হবেনা। অথচ এটি একেবারেই মানা হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে।

এখানে রহস্যজনক কারনে একাধিক মামলার দাগী আসামি বরখাস্তকৃত সাবেক কাউন্সিলর আওয়ামীলীগনেতা এস, এম,তৌহিদ আমিন শওকতের অফিসটিই ব্যবহার হচ্ছে।

এ নিয়ে ১৯ নং ওয়ার্ড সহ পুরো সিলেটে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে এই ওয়ার্ডে সিসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৃহায়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন ১৯ নং ওয়ার্ডের কার্ক্রম আমার গৃহায়ন অফিস কার্যালয় থেকেই পরিচালনা করি। এছাড়া এই ওয়ার্ডে একটি নতুন অফিস নেয়া হয়েছে। নতুন অফিসে সিসিকের সব সেবা পাওয়া যাবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অস্বীকার করলেও ওয়ার্ডের বাসিন্দারা দাবি করেন এখনো এই অফিসটি খোলা রয়েছে। আর এখান থেকে ওয়ার্ডের অনেকের কাছে অফিস চলমান রয়েছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।

এ নিয়ে ওয়ার্ডের মুরব্বিরা ক্ষোভ প্রকাশ করে বলেন- বিগত আমলে দুর্নীতি , সন্ত্রাসী কার্যক্রলাপ , ভূমি দখল , বিরোধী রাজনৈতিক দলগুলোর অপর অকথ্য নির্যাতন চালিয়েছে এই তৌহিদ।দুইবার ভুয়া নির্বাচনে পাশ করেছে। সে এখন বরখাস্তকৃত। আর তার অফিসেই পরিচালিত হচ্ছে সিসিকের কার্যক্রম ?

মিতালি এলাকার মাসুক আহমেদ বলেন ,গত এক দশক আওয়ামীলীগনেতা তৌহিদ ওয়ার্ডবাসীর উপর অকথ্য নির্যাতন চালিয়েছে , লুটপাট করে কোটিকোটি টাকার মালিক বনে গেছে সে। এই দুর্নীতিবাজ স্বৈরাচারের দোসরের অফিস যদি আইন অমান্য করে সিসিকের কেউ ব্যবহার করে তাহলে ওয়ার্ডবাসী আন্দোলন গড়ে তুলবে।

রায়নগর এলাকার ফয়সল নাম এক তরুণ বলেন , স্বৈরাচারের দোসর আওয়ামীলীগ নেতা দশ মামলার আসামী তৌহিদ এখনো অফিস পরিচালনা করছে। তার অফিস থেকেই সিসিকের কাজ করার পায়তারা হচ্ছে। এটি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরিপন্থী।

এসব বিষয় নিয়ে আওয়ামীলীগনেতা তৌহিদের বক্তব্য জানতে চাইলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

৬৩২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।