ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মামলা নিয়ে মেহজাবীনের অবস্থান: “সত্য খুব দ্রুত পরিষ্কার হবে”

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৭, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ছোট ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের হওয়া মামলায় তারা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন লাভ করেছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ঘটনাটি নিয়ে মেহজাবীন তার ফেসবুকে একটি বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের মার্চ মাসে এক অজ্ঞাত ব্যক্তি তার এবং ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। গত নয় মাসে এ বিষয়ে তিনি কোনো নোটিশ বা তথ্য পাননি। অভিযোগকারী এমনকি পুলিশকে সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত ব্যক্তিগত তথ্যও দিতে পারেননি।

মেহজাবীন জানান, অভিযোগকারী দাবি করেছেন যে তিনি ২০১৬ সাল থেকে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রেখেছিলেন, কিন্তু—

কোনো প্রমাণিত যোগাযোগ নেই,

কোনো বার্তা বা স্ক্রিনশট নেই,

অভিযোগকারীর পরিচয় অসম্পূর্ণ, এনআইডিও জমা দেওয়া হয়নি,

কোনো আর্থিক লেনদেন বা ব্যাংক-চেক-বিকাশের প্রমাণ নেই,

কোনো লিখিত চুক্তিও নেই।

এ ছাড়া ১১ ফেব্রুয়ারির কথিত ঘটনার কোনো প্রমাণও দেখাতে পারেননি অভিযোগকারী—রেস্টুরেন্ট বা আশপাশের সিসিটিভি ফুটেজ কিংবা কোনো সাক্ষীও উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন তিনি। মেহজাবীন বলেন, “গত নয় মাসে কোনো নোটিশ পাইনি। যদি আগে জানতাম, আইনি পথে আগেই ব্যবস্থা নিতাম।”

তিনি আরও জানান, আইনের প্রতি সম্মান রেখেই তারা আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। তার বিশ্বাস—“প্রমাণহীন অভিযোগ কখনো সত্য হতে পারে না। সত্য খুব দ্রুত আদালতে পরিষ্কার হয়ে যাবে।” একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেন সহানুভূতিশীল হতে এবং যাচাই না করে কারও বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল না চালাতে।

মেহজাবীন দুঃখ প্রকাশ করে লেখেন, “১৫ বছর ধরে কাজের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের পরও আজ আমাকে এসব ব্যাখ্যা দিতে হচ্ছে—এটাই সবচেয়ে কষ্টের।”

আপনি চাইলে এ লেখাটি আরও সংক্ষিপ্ত, সংবাদধর্মী বা ভিডিও স্ক্রিপ্ট আকারেও তৈরি করে দিতে পারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।