raising sylhet
ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

টিটো জ্যাকসন মারা গেছেন।পপসম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সামাজিকমাধ্যমে টিটো র মৃত্যুর খবর জানিয়েছেন তার সন্তানেরা।

এই গায়কের মৃত্যুর কোনো কারণ এখনও জানা যায়নি বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এক ইনস্টাগ্রাম পোস্টের বিবৃতিতে টিটোর তিন ছেলে (তাজ, টেরিল ও টিজে) লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে, আমাদের প্রিয় বাবা, রক অ্যান্ড রোল, হল অব ফেমখ্যাত টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। আমরা হতবাক, ব্যথিত ও হৃদয়বিদারক।

বিবৃতিতে আরও লেখা হয়েছে, আমাদের বাবা একজন অবিশ্বাস্য ব্যক্তি ছিলেন, যিনি প্রত্যেকের ব্যাপারে যত্নশীল ছিলেন এবং মঙ্গল চাইতেন।

এই শিল্পীর ছেলেরা আরও বলেছেন, আমাদের বাবা সবসময় বলতেন ‘একে অপরকে ভালবাসো’- এই বার্তা তিনি প্রচার করেছেন জীবনভর।

প্রসঙ্গত, টিটো ও তার ভাই জ্যাকি, জার্মেইন, মারলন মিলে মাইকেল জ্যাকসনের সঙ্গে অসংখ্য শোয়ে পারফর্ম করেছেন। সম্প্রতি ব্যান্ডের একটি কনসার্টের জন্য টিটো জার্মানির মিউনিখে ছিলেন।

৩৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।