টিটো জ্যাকসন মারা গেছেন।পপসম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সামাজিকমাধ্যমে টিটো র মৃত্যুর খবর জানিয়েছেন তার সন্তানেরা।
এই গায়কের মৃত্যুর কোনো কারণ এখনও জানা যায়নি বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
এক ইনস্টাগ্রাম পোস্টের বিবৃতিতে টিটোর তিন ছেলে (তাজ, টেরিল ও টিজে) লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে, আমাদের প্রিয় বাবা, রক অ্যান্ড রোল, হল অব ফেমখ্যাত টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। আমরা হতবাক, ব্যথিত ও হৃদয়বিদারক।
বিবৃতিতে আরও লেখা হয়েছে, আমাদের বাবা একজন অবিশ্বাস্য ব্যক্তি ছিলেন, যিনি প্রত্যেকের ব্যাপারে যত্নশীল ছিলেন এবং মঙ্গল চাইতেন।
এই শিল্পীর ছেলেরা আরও বলেছেন, আমাদের বাবা সবসময় বলতেন ‘একে অপরকে ভালবাসো’- এই বার্তা তিনি প্রচার করেছেন জীবনভর।
প্রসঙ্গত, টিটো ও তার ভাই জ্যাকি, জার্মেইন, মারলন মিলে মাইকেল জ্যাকসনের সঙ্গে অসংখ্য শোয়ে পারফর্ম করেছেন। সম্প্রতি ব্যান্ডের একটি কনসার্টের জন্য টিটো জার্মানির মিউনিখে ছিলেন।