ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মালটা গমন উপলক্ষে ইয়াকুব আহমদকে ইলেকট্রনিক্স ফোরাম এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান

rising sylhet
rising sylhet
মার্চ ২১, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াকুব আহমদ মালটা গমন উপলক্ষে সিলেট জেলা ইলেকট্রনিক্স ফোরামের সভাপতি ফারুক আহমেদ (দ্বারা), সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন( শিপলু), সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী পক্ষ থেকে মোহাম্মদ ইয়াকুব আহমদকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২০ (মার্চ) রাতে মদিনা মার্কেট এলাকায় অভিযান সেন্টারের ক্রেষ্ট দিয়ে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় ইয়াকুব আহমদকে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মারক ও সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাস, বিশেষ অতিথি সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, মেজর মোহাজ আহমদ,
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হেলাল আহমদ, ব্যবসায়ী নেতা জুবেল আহমদ, টুকরো বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার তারেক রহমান বাবুল, মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক বাবলু আহমেদ। সংবর্ধিত অতিথি মোহাম্মদ ইয়াকুব আহমদ তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া চান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভক্ত দাস, আব্দুল হান্নান খান, বিন-আমনি, কবির আহমদ, কাদিন খান, শামীম আহমদ, দুলাল আহমদ, সাজন আহমদসহ অন্যান নেতৃবৃন্দ প্রমুখ।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।