• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাহবুবুল হক চৌধুরী মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৩

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের মাতা’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এক শোক বার্তায় তিনি বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের মমতাময়ী মাতা একজন দ্বীনদার ও পরহেযগার নারী হিসেবে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কাছে প্রিয়পাত্র ছিলেন। তিনি অসহায় মানুষের কল্যাণে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মৃত্যুতে একজন গুনী নারীকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

বার পড়া হয়েছে।