• ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাহি সেলিমের মাতৃবিয়োগে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগমের (৮৬) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।

 

রোববার (১৫ জানুয়ারি) এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তুহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পাশাপাশি মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভী সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন। বিজ্ঞপ্তি

বার পড়া হয়েছে।