
রাইজিংসিলেট- বরিশালে পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় বাদী জালাল কোরাইশীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রিফিউজি কলোনী রোডের বাসিন্দা জালাল কোরাইশী নগরীর দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া এলাকার মনিরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কোতয়ালী মডেল থানার এসআই মো. আব্দুল্লাহ আল জোবায়ের তদন্ত করে অভিযোগটি অসত্য উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন।
এরপর আদালত বাদীকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি হাজির হননি বা কোনো জবাবও দেননি। ফলে আদালত তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালতে উপস্থিত না থাকায় জরিমানা আদায় সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বিচারক কারাদণ্ড কার্যকরের জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।