জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিনাটিলা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ঐ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।