ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মিশিগানে কানাইঘাট এসোসিয়েশনের হাফেজে কুরআন ও গ্রাজুয়েট সম্মাননা

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৫, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কুরআনে হাফেজ ও স্কুল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান সম্পন্ন হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে মিশিগান ডেট্রয়েট আইসিএনডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

 

এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা কয়েছ আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খ ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম মাওলানা রায়হান উদ্দিন, ইমাম হাফিজ তাজ উদ্দীন, এসোসিয়েশনের উপদেষ্টা ওয়ালিউর রহমান, মাঈন উদ্দীন, এসোসিয়েশনে সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ও যুব বিষয়ক সম্পাদক খাজা আফজল হোসাইন প্রমুখ।

 

মিশিগানে অবস্থানরত কানাইঘাটের যে কয়জন কুরআনে হাফেজকে সম্মাননা দেয়া হয় তারা হলেন- হাফেজ ওমর বিন হাসনাত, হাফেজ ওয়াহিদুর রহমান মান্না, হাফেজ থালহা বিন হাসনাত, হাফেজ আনাস বিন হাসনাত, হাফেজ মোহাম্মদ সাজিদ আলম,, হাফেজ আহমেদ আল ইমদাদ চৌধুরী, হাফেজ তামিম উদ্দিন, হাফেজ ইব্রাহিম উদ্দিন ও হাফেজ এশান নূর। হাই স্কুল থেকে গ্রাজুয়েট সম্মাননা যাদের হাতে তুলে দেয়া হয় তারা হলেন, মুহতাসি ফুয়াদ রহমান ফারহান, তাহিয়া ফেরদৌস, নুসরাত রহমান, জারা নূর, তাহমিদ আম্বিয়া ও মোহাম্মদ সাজিদ আলম।

 

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন রাদি আহমেদ ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলায়মান আল মাহমুদ। অনুষ্ঠানের মধ্যখানে ছোটদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশ নেয়া প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করলেও আমরা মনে প্রাণে কুরআনের শিক্ষা, দেশীয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করি। এধরণের আয়োজন আমাদের জাতিস্বত্তাকে বিকশিত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আমাদের তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ, দেশীয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উদ্ধুদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।