আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে একুশের আবৃত্তি অনুষ্ঠানের।
১৬ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টায় প্রিয়াশ্রী কর পিউ এর সঞ্চালনায় ও মো. নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. আব্দুল ওয়াদুদ তাপাদার অধ্যক্ষ উইমেন্স মডেল কলেজ সিলেট। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান মো.সাবের চৌধুরী। আবৃত্তি অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সভাপতি মোকাদ্দেস বাবুল। মুক্তাক্ষরের সানিয়া,তাইবা সিনথিয়া, সাবা, রাফিজা, ইরখান ও রিদান দলগত আবৃত্তি পরিবেশব করে। অতিথি দল হয়ে উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থীরা দলগত আবৃত্তি পরিবেশন করে।
একক আবৃত্তি পরিবেশন করে মেট্রোপলিটন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী জয়া, মুনতাহা, সিমাইয়া, ফারিহা, নিহা, অভি। মুক্তাক্ষরের পক্ষ থেকে একক আবৃত্তি পরিবেশন করেন, ঐশিকা তালুকদার, মিজানুর রহৃান মিজান ও হিমেল মাহমুদ। অতিথি শিল্পী হয়ে একক আবৃত্তি পরিবেশন করেন বেতার শিল্পী নন্দিতা দত্ত। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল কর।