raising sylhet
ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের গল্প শুনি

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৩, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বাঙালির জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নওগাঁর সাপাহারে “মুক্তিযুদ্ধের গল্প শুনি” শীর্ষক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন।

মুক্তিযুদ্ধের গল্প শুনি

 

এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে ভিডিও প্রদর্শনী, মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সকল বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই সমূহ বিতরণ, সকল জাতীয় অনুষ্ঠান ও উপজেলা পর্যায়ে বিভিন্ন মেলায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উম্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পুরস্কার বিতরণ এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশ গ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন গল্প শোনন অন্যতম।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন।

জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুর জব্বার ও উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা বক্তব্য রাখেন।

এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধারা। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে স্বাধীনতা ও যুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের বক্তব্য সকলকে আভিভূত করে। পরে মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেন ইউএনও।

উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা বলেন, মুক্তিযুদ্ধের গল্প শুনি এটি একটি অসাধারণ উদ্যোগ। এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন বলেন, নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে (দেশ) প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৭১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।