
সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা এবং সিলেট মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ খান দায়িত্ব গ্রহণ করায় তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি ও বাংলার বারুদ পত্রিকার নির্বাহী সম্পাদক বাবর হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে আমি আশা করি। দেশের স্বার্থে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি নবনিযুক্ত আহ্বায়কদ্বয়ের সফলতা ও সুস্থতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।