সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মিছবা জায়গীরদার বাবু আর নেই।
তিনি গত ২৮ এপ্রিল (রবিবার) বিকেল ৩টায় ঢাকার বারডেম ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে জিল রুহায়েন জায়গীরদার, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মিছবা জায়গীরদারের ১ম জানাজা রবিবার বাদ এশা ঢাকার উত্তরায়, ২য় জানাজা ২৯ এপ্রিল সোমবার বাদ যোহর সিলেটের নিজ গ্রামের বাড়ি রাজাপুরে এবং ৩য় জানাজা বাদ আছর হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা ও দাফনে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।