ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝ টি কা মিছিল

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সাত-সকালে মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মিছিলটি দেখা যায়। এ সময় মিছিলকারীদের হাতে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার ছিলো।

ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এ সময় আশপাশেও নজর রাখছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁরা ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

জানা যায়, সকাল ৭টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক সাংবাদকিদের জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

৯১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।