ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের আগেই যা বলেন রাফিনিয়া

rising sylhet
rising sylhet
মার্চ ২৫, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় স্থানের রয়েছে ব্রাজিল। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

এবার ম্যাচের আগে বিরাজমান সেই উত্তেজনাকে আরও উসকে দিলেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন তিনি।

ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের আরও এক জমজমাট লড়াই। সুপার ক্লাসিকোতে দু’দলের ফুটবলারদের মধ্যেই বিরাজ করে বাড়তি উত্তেজনা। সেই রেশ ভক্ত-সমর্থকদের মধ্যেও দেখা যায়।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, নিশ্চিতভাবেই আমরা তাদের হারিয়ে দিবো। হারাবো মানে হারাবোই। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। আমি গোল করতে যাচ্ছি। আমাদের যা আছে সব নিয়েই মাঠে নামবো।

২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপর বিতর্কের মুখে একটি ম্যাচ বাতিলও হয়। এবারও সম্ভব্য সংঘর্ষ নিয়েই আলোচনা করছেন ভক্ত-সমর্থকরা। এর মধ্যেই রাফিনিয়ার এমন আক্রমণাত্মক মন্তব্য।

সবশেষ ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা। এরপর আরও চারবার দেখা হলেও জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। তিনটিতে জিতেছে আর্জেন্টিনা, বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।