raising sylhet
ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিবাজার বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে

rising sylhet
rising sylhet
মার্চ ১৪, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগরের মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের মুন্সিবাজার বনিক বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিষ্ট্রেশন নং-২০/৮৮) এর ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৬ই মার্চ বৃহস্পতিবার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে, নির্বাচনকে কেন্দ্র করে বাজারে প্রচার প্রচারণায় শেষ মুহূর্তে এসে জমে উঠেছে নির্বাচন।পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজার প্রার্থীগণ ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন সমর্থকদের সাথে নিয়ে।
এ নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য পদে মোট ১৬ জন প্রার্থী নির্বাচিত হবেন। এতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যে পদ গুলোতে প্রার্থীগন নির্বাচনে অংশ গ্রহণ করছেন তা হলো সভাপতি পদে , মোঃ আশিক মিয়া, মলিক মিয়া ও বরকতুজ্জামান, সহ-সভাপতি পদে, মোঃখালেদ মিয়া, আহাদ হোসেন ও সেবুল আহমদ (ছোট ভাই) , সাধারণ সম্পাদক পদে, বদরুল হোসেন বাবলু, খালেদ হাসান ও সেলিম হাজারী, সহ-সাধারণ সম্পাদক পদে, রিয়াজুর রহমান সাহেল, আব্দুল আহাদ ডিপু, ও লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ পদে, মোঃ জুনেদ আহমদ ও রাজু দেব পান্না, সদস্য পদে, শাহ আফজাল আলী, মোঃ আব্দুল গফুর, মোঃ ইমন মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেজাউল করিম, শরিফ আহমদ, সেলিম আখন্দ, আকলিছুর রহমান, মোঃ খুশিদ মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ রেজান মিয়া, শেখ আব্দুস ছালাম রয়েল সহ মোট ২৬ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করতেছেন। সকল প্রার্থী বিজয়ী হওয়ার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান আইয়ুব ও আছকির মিয়া বলেন আমরা একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের সবরকম প্রস্তুুতি রয়েছে ।

Advertisements
১০৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।