ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুমিনুল হক আজ আইরিশদের বিপক্ষে দুর্দান্ত ইনিংসে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১২, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

মুমিনুল হক আজ আইরিশদের বিপক্ষে দুর্দান্ত ইনিংসে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। আগের ছয় ইনিংসে সর্বোচ্চ রান ছিল মাত্র ৪৭, আর মাত্র একবারই পার করেছিলেন ত্রিশের ঘর। তবে আজ সিলেটের মাটিতে মুমিনুল ৭৫ বল খেলে ছক্কা মেরে নিজের ২৩তম ফিফটি পূর্ণ করলেন।

মুমিনুলের ফর্ম ফেরার পাশাপাশি মাহমুদুল হাসান জয়ও দারুণ ব্যাটিং করছেন। ১৯০ বল খেলে জয় করেছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এই ইনিংসে তিনি খেলেছেন ৯টি চার ও একটি ছক্কা। বর্তমানে জয় অপরাজিত আছেন এবং মুমিনুল ৭০ রানে খেলছেন। এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২১রান।

মুমিনুলের সঙ্গে ওপেনার মাহমুদুল হাসান জয় মিলে ১ উইকেটে বাংলাদেশের বড় একটি জুটি গড়ে আয়ারল্যান্ডকে পেছনে ফেলে দিয়েছেন। ৭৭তম ওভারের তৃতীয় বলে মুমিনুলের এক সিঙ্গেল নিয়ে বাংলাদেশ পেয়েছে লিড। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ছিল ২৮৬ রান।

বাংলাদেশের সামনে এখন ভালো অবস্থান এবং দলটা লিড নিয়ে টিকে আছে, যা মুমিনুলের আত্মবিশ্বাসপূর্ণ ইনিংস এবং জয়-সাদমানের জুটির ফলাফল।

জয়-সাদমান ইসলামের ওপেনিং জুটিটি গত দশকে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি হিসেবে উল্লেখযোগ্য; তারা ১৬৮ রান তুলেছিলেন। তবে বাঁ-হাতি স্পিনার ম্যাথু হামপ্রিসের একটি কুশীলবী ডেলিভারিতে সাদমান ৮০ রান করে আউট হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।