ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মুসল্লিদের শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ফরিদপুর জেলা ইজতেমা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৪, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন হাজার হাজার তাবলীগ জামাতের মূল দ্বারা নিজামুদ্দিন অনুসারী মুসল্লি।

১৪/১২/২০২৪ ইং শনিবার দুপুর ১১.৪৫ টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২.০৬ টায়। মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা সাইফুল্লা সাহেব।

এ বছর ফরিদপুর সদর বাইতুল আমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ফরিদপুর জেলা তাবলীগ জামাতের মূলধারা নিজামুদ্দিন অনুসারীদের ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই ফরিদপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান।
এ ছাড়া শনিবার ভোর থেকে ফরিদপুর বিভিন্ন এলাকার লোকজন দলে দলে ইজতেমা ময়দানে আসেন। ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের সব জায়গা মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে।

ফরিদপুর জেলার ৯ উপজেলা ৬ টি পৌরসভার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।

মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রায় ২০ মিনিটের দোয়া মোনাজাতে হাজার হাজার মুসল্লির আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ইজতেমা ময়দান।

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।

৬৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।