ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত নফল ইবাদত পালনের নতুন নিয়ম ঘোষণা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

সৌদি সরকার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং রিয়াজুল জান্নাতে নফল ইবাদত পালনের জন্য নতুন সময়সূচি ও নিয়ম ঘোষণা করেছে । মসজিদে নববিতে হাজি ও ওমরাহ পালনকারীসহ সকল দর্শনার্থীর সুবিধার জন্য এই আলাদা সময়সূচি কার্যকর করা হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রওজা জিয়ারতের জন্য অবশ্যই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। অ্যাপের মাধ্যমে প্রতি বছর শুধুমাত্র একবারই বুকিং করা যাবে। এছাড়াও, যারা মসজিদে নববির কাছাকাছি অবস্থান করছেন, তারা ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্প ব্যবহার করে বুকিং সম্পন্ন করতে পারবেন।

বয়স্ক দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার ব্যবহার করে মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, মসজিদে নববিতে রওজা জিয়ারতের সময়সূচি পুরুষ ও নারীদের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। পুরুষদের জন্য, নিয়মিত দিনগুলোতে রওজা জিয়ারতের স্থানীয় সময় হলো রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং দিনের বেলা বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত। তবে শুক্রবারে পুরুষ দর্শনার্থীরা তিনটি সময়ে জিয়ারত করতে পারবেন—রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এবং জুমার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

নারীদের জন্য, নিয়মিত দিনগুলোতে ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং রাতের বেলা এশার পর থেকে রাত ২টা পর্যন্ত জিয়ারতের সময় রাখা হয়েছে। আর শুক্রবার, নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।