রাইজিংসিলেট- সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (WRO) ২০২৫’ কে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের এমইউ রোবটিক্স ক্লাবের উদ্যোগে ১ জুলাই সকাল ১১টায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি ও রোবটিক্স প্রতিষ্ঠান রোবডেমি-র চিফ টেকনোলজি অফিসার ফজলে এলাহি তন্ময়। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রোবটিক্স প্রযুক্তির মৌলিক ধারণা ও বাস্তব জীবনে এ প্রযুক্তির প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক নওশাদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ। আরও উপস্থিত ছিলেন EEE বিভাগের সিনিয়র লেকচারার ও রোবটিক্স ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল কাউসার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক্লাব সদস্যবৃন্দ।
আয়োজকদের মতে, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্স নিয়ে উৎসাহ তৈরি হয়েছে এবং তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুতির দিক নির্দেশনা পেয়েছেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫ আগামী নভেম্বর মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য—“The Future of Robots”—যেখানে অংশগ্রহণকারীরা উপস্থাপন করবে কীভাবে রোবট প্রযুক্তি ভবিষ্যতের শহর গঠনে, মহাকাশ গবেষণায় এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।