রাইজিংসিলেট-মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ২দিন ব্যাপী ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৩,মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ২দিন ব্যাপী ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৩, আসছে আগামী ১৯-২০ জানুয়ারি ২০২৩ (৫-৬ মাঘ ১৪২৯ বাংলা) রোজ: বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন দুপুর ৩টা হইতে মধ্যরাত পর্যন্ত মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে মহিলাদের ও ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে।
স্থান: মেন্দিবাগ জামে মসজিদ সংলগ্ন পশ্চিমের মাঠ।
শুনেছি প্রশ্ন ফাঁস হলে নাকি সবাই পাস করে, কবরের প্রশ্ন তো আল্লাহ সে কবেই ফাঁস করে দিয়েছেন। কিন্তু তবুও যদি পাস করতে না পারি সে দায়বদ্ধতা কার-? আল্লাহর দেওয়া প্রশ্নগুলির সন্ধানে ইসলামি ওয়াজ মাহফিলের ভুমিকা অপরিহার্য।
মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিলের সভাপতিত্বে থাকবেন…
★মাওলানা নুরুল আমিন সাহেব (ইমাম ও খতিব, মেন্দিবাগ জামে মসজিদ, সিলেট)
★হযরত মাওলানা শায়খ নাসির উদ্দিন সাহেব {প্রতিষ্টাতা প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা কুশিঘাট, সিলেট}
উক্ত ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম…
বিশিষ্ট ইসলামে চিন্তাবিদ মুফাচ্ছিরে কোরআন
★হাফিজ মাওলানা নেয়ামতুল্লাহ নোমানী (ঢাকা)
★হযরত মাওলানা ঈসমাইল হোসনে সিরাজী সাহেব (বি-বাড়ীয়া)
★হযরত মাওলানা মাহফুজুর রহমান আইয়ুবী (বি-বাড়ীয়া)
★মুফতি মুশাহিদ ক্বাসেমী সাহেব (মৌলভীবাজার)
★হযরত মাওলানা জালাল উদ্দিন হামেদী সাহেব (বি-বাড়ীয়া)
★হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব (কানাইঘাট)
★হাফিজ মাওলানা শায়েখ রাশিদ আহমদ সাহেব (কাজিটুলা,সিলেট)
★মাওলানা ক্বারী মতিউর রহমান সাহেব (বিশ্ববিদ্যালয়,সিলেট)
★হযরত মাওলানা মুফতি ইমদাদ উল্লাহ মুস্তাফী (টুলটিকর,সিলেট)
★হাফিজ মাওলানা বাহা উদ্দিন বাহার সাহেব (ঝর্নারপার,সিলেট)
শান্তির ধর্ম ইসলাম
ইসলাম মাতা-পিতা, আত্মীয়-স্বজন, গরীব-মিসকীন তথা সকল মানবের সাথে সদ্ব্যবহারের নির্দেশ প্রদান করেছে। ইসলাম অন্যায়ভাবে কাউকে হত্যা করতে ও কারো সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছে। ইসলাম লোকজনকে নিয়ে ঠাট্ট-বিদ্রূপ করতে নিষেধ করেছে। ইসলাম সবাইকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহবান করে।
ইসলাম মানুষ কেন বরং একটা বিড়ালকেও কষ্ট দিতে নিষেধ করেছে। অতএব যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই তাদের ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করা উচিত। আর কোন বিষয় বোধগম্য না হ’লে বিজ্ঞজনকে জিজ্ঞেস করা উচিত। আল্লাহ সকলকে সঠিক জ্ঞান দান করুন আমীন!
মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন, মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ
৫ বার পড়া হয়েছে।