ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের সেলাইমেশিনের কাঁচি বাবার মুখে ঢুকিয়ে খুন

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৭, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার স্থানীয় আবুল ভূঁইয়ার মালিকানাধীন একটা ফ্লাটে এ ঘটনা ঘটে।

সাভারের আশুলিয়ার জামগড় এলাকায় বাসায় ঢুকে মুখে কাপড় কাটার কেঁচি ঢুকিয়ে বিমল মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শ্রী বিমল মন্ডল (৫০) রাজবাড়ি জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মণ্ডলের ছেলে। পোশাক শ্রমিক স্ত্রী পারুল ও তার মেয়ে পূর্ণিমাকে সঙ্গে নিয়ে ওই বাসায় ভাড়ায় তিনি বসবাস করতেন।

পূর্ণিমা বলেন, আমার বাবা প্যারালাইসড হয়ে ঘরে পড়ে আছেন। আমাদের কোনো শত্রু ছিল না। সন্দেহও করতে পারছি না আমরা। আমার নিজের সেলাইমেশিনের কাঁচি দিয়েই আমার বাবাকে খুন করেছে।

আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বলেন, একটি কাপড় কাটার কাঁচি বিমল মণ্ডলের মুখের ভেতর ঢুকিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।