মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের ।
আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ব্রিটিশ সড়কের টেবলাই মুতিব দোকান এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রুশন মিয়ার (৩০)। তিনি তাহিরপুরের শিমুলবাগানে ভ্রমণে যাওয়ার পথে এই দূর্ঘটনার শিকার হন বলে স্থানীয়া জানিয়েছেন।
রুশন উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিলন মিয়ার ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।