ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
মে ২৭, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাম্মণবাড়িয়ায় নিয়ে বিক্রি করতেন ।

গ্রেফতারকৃতরা হলেন ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২৯), সামছুজ্জামানের ছেলে আবুল কালাম (৩২), পরেশ দাসের ছেলে প্রণয়ন দাস (২৬), বদিউজ্জামানের ছেলে সাইফুজ্জামান (৩২), মৃত আবুল বাহারের ছেলে মো. রেজাউল করিম (২৯), প্রাণ কমল চৌধুরীর ছেলে লোটন চৌধুরী (৩৩)।

মঙ্গলবার (২৭ মে) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একটি দল ভোর সোয়া ৫টার দিকে ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা শ্যামলিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে (নং ৪৬, ২৭/০৫/২৫) মঙ্গলবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি মো. সাইফুল ইসলাম।

এ সময় তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তারা সবাই দীর্ঘদিন ধরে সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাম্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।