ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
মার্চ ৭, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরের দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

ছমির মুন্সিরহাট-দিলদার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ছমির মুন্সিরহাট থেকে মোটরসাইকেলযোগে কল্যান্দী বাজারের নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন জাহিদ। পথে আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনের মোড়ে এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদ একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি সেনবাগ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আজম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।