রাইজিংসিলেট- মোবাইলে ব্যাস্ত থাকায়, নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যুবকের মৃত্যু,বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় টাউন হলের শপিংমলে ওই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে শপিংমলের নির্মাণাধীন লিফটের গর্তের ভেতরে পড়ে গুরুতর আহত হয়ে যুবকের মৃত্যু হয়েছে।
মৃত যুবকের নাম মো. রাকিব মিয়া (২২)। পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড়কাশর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। তিনি রেনেটা নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শপিংমলের নির্মাণাধীন লিফটের পাশে দিয়ে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত চার তলা থেকে নিচে পড়ে যান। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ‘ওই যুবককে শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। চারতলা থেকে নিচে পড়ে তার কোমর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
৪ বার পড়া হয়েছে।