ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ আলী মাহমুদকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সংবর্ধনা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১০, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক ও সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ আলী মাহমুদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বীর মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছেন। আর তাদের সন্তানরা দেশকে বুকে ধারণ করে দেশের সেবায় কাজ করে যাচ্ছেন।

কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মনোজ কাপালি মিন্টু এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর ইউনিট ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সন্তান কমান্ডের সহ সভাপতি ও টুরিস্ট পুলিশের সিলেট জেলার টিআই এস হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ সভাপতি মো. জাকারিয়া চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সন্তান কমান্ড জেলা শাখার সদস্য, যুব কমান্ডের সভাপতি সেলিম আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. এজাজ আহমদ সহ কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।