• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারের ভূমিহীন পরিবার ৬৪৩, নিজ ঘরে উঠবে বুধবার

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২৩
মৌলভীবাজারের ভূমিহীন পরিবার ৬৪৩, নিজ ঘরে উঠবে বুধবার

রাইজিংসিলেট- মৌলভীবাজারের ভূমিহীন পরিবার ৬৪৩, নিজ ঘরে উঠবে বুধবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে দুই শতক জমি ও ঘর দেওয়া হবে। আগামীকাল বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল সোমবার (৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) ড. উর্মি বিনতে সালাম। তিনি জানান, এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ২২ হাজার ১০১টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এর মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় দুই হাজার ২৮৭টি ঘর দেওয়া হবে। মৌলভীবাজার জেলায় চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ৬৪৩টি ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, বুধবার (৯ আগস্ট) দেশের ৬৪টি জেলার মধ্যে তিনটি জেলার সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন। অন্যান্য জেলা অফলাইনে তা প্রত্যক্ষ করবেন।

এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ১৬৫টি, কুলাউড়া উপজেলায় ৪৮টি, জুড়ী উপজেলায় ৭৫টি, বড়লেখা উপজেলায় ৮০টি, কমলগঞ্জ উপজেলায় ১১৩টি ও শ্রীমঙ্গল উপজেলায় ১৬২টি ঘর দেওয়া হবে। এর আগে চতুর্থ পর্যায়ে জেলার সাতটি উপজেলায় এক হাজার ৫৪৬টি ঘর দেওয়া হয়।

৩৫ বার পড়া হয়েছে।