raising sylhet
ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের ভূমিহীন পরিবার ৬৪৩, নিজ ঘরে উঠবে বুধবার

rising sylhet
rising sylhet
আগস্ট ৮, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- মৌলভীবাজারের ভূমিহীন পরিবার ৬৪৩, নিজ ঘরে উঠবে বুধবার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে দুই শতক জমি ও ঘর দেওয়া হবে। আগামীকাল বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল সোমবার (৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) ড. উর্মি বিনতে সালাম। তিনি জানান, এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ২২ হাজার ১০১টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এর মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় দুই হাজার ২৮৭টি ঘর দেওয়া হবে। মৌলভীবাজার জেলায় চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ৬৪৩টি ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, বুধবার (৯ আগস্ট) দেশের ৬৪টি জেলার মধ্যে তিনটি জেলার সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন। অন্যান্য জেলা অফলাইনে তা প্রত্যক্ষ করবেন।

এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ১৬৫টি, কুলাউড়া উপজেলায় ৪৮টি, জুড়ী উপজেলায় ৭৫টি, বড়লেখা উপজেলায় ৮০টি, কমলগঞ্জ উপজেলায় ১১৩টি ও শ্রীমঙ্গল উপজেলায় ১৬২টি ঘর দেওয়া হবে। এর আগে চতুর্থ পর্যায়ে জেলার সাতটি উপজেলায় এক হাজার ৫৪৬টি ঘর দেওয়া হয়।

১১২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।