রাইজিংসিলেট- জাতীয় সংসদ নির্বাচনে টানা ৮মবারের মতো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষনার পর মঙ্গলবার বিকেলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সড়কপথে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় এসে শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে পৌঁছলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখান থেকে শোভাযাত্রা সহকারে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পথে প্রথমে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ও সন্ধ্যায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনায় তাঁকে বরণ করতে উপস্থিত থাকা নেতা-কর্মীদেরকে শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দলীয় নেতা-কর্মীরা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে সংবর্ধনা প্রদান করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ৮ম বারের মতো তাঁকে দলীয় মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবোনা।
তিনি বলেন, আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।
এ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক পৌর মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল হক বাদশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।