মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন করেছে কেন্দ্র।
আজ সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উভয় জেলায় ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মৌলভীবাজার জেলা কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর মেয়র ফয়জুর রহমান ময়ুন। তিনি জেলা বিএনপির সাবেক জেষ্ঠ সহসভাপতি ছিলেন।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন নাসের রহমান, মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, এডঃ আবেদ রাজা, হাজী মুজিবুর রহমান, আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহামুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খান নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েস ও মহসিন মিয়া মধু।
এদিকে সুনামগঞ্জ জেলা কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরে নুর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, নাদের আহমদ, আকবর আলী, অ্যাডভোকেট মাসুদ আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খান, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ. ত. ম. মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমেদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল , নাসিম উদ্দিন লালা, মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারি, সিরাজ মিয়া, নূর আলী, মো. আব্দুর রশিদ।