মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার ৮টি পয়েন্টে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজারে যান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। সেখানে তিনি তিনটি পয়েন্টে ডিম ও দুধ বিক্রির পয়েন্টের উদ্বোধন করেন।
পরে টেংরা বাজারের দুটি পয়েন্টে স্বল্প মূল্যের দোকানের উদ্বোধন করনে। এছাড়াও রাজনগর বাজারে পোলট্রি মোরগ, ডিম-দুধ বিক্রির পয়েন্টের উদ্বোধন করেন। এর গত বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের স্টলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে তিনি শহরের পশ্চিম বাজার এলাকার আরো দুটি বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় আছে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জনতা এগ্রো প্রজেক্ট। পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণে মৌলভীবাজার সদর ও রাজনগরের ৮টি স্থানে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি করা হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩৮ টাকা, ছোট ডিম ৩০ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। মিল্ক ভিটার দুধ প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ৮০ টাকা করে।
মৌলভীবাজার- রাজনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে মাহে রমযান উপলক্ষে প্রতি হালি ডিম ৩৮ টাকা আর দুধ লিটার প্রতি ৮০ টাকা দামে বিক্রয় কার্যক্রম চলবে।
বিক্রেতা জনতা এগ্রো প্রজেক্টের এমডি শেখ মাহমুদুল হাসান বলেন, এখন পবিত্র রমজান মাস চলছে। আমাদের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের অনুপ্রেরণায় আমরা এগিয়ে আসি। আমরা মুনাফা ছাড়াই মাসব্যাপী আমাদের স্বল্পমূলে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করবো।
রাজনগর বাজারের বিক্রয় কেন্দ্রে আসা মাওলানা নূরুল ইসলাম বলেন, এই রমজানে বাজারে একহালি ডিমের দাম ৪৫-৫০ টাকা আর দুধ তো ৯০ টাকার নিচে নেই। আমাদের সংসদ সদস্য এই উদ্যোগ নিয়েছেন যার কারণের আমরা কিছুটা কমদামে ডিম দুধ ক্রয় করতে পারছি। এজন্য তাকে ধন্যবাদ জানাই।
রাজনগরে বিক্রয় কেন্দ্র উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগরের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস পাল, রাজনগর থানার ওসি আব্দুস সালেক, টেংরা ইউনিয়নেরর চেয়ারম্যান মো. টিপু খান, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন প্রমুখ।