
বাংলাদেশে যদি কোনো মৌলবাদী ক্ষমতায় আসে, এ দেশ আফগানিস্তান ও সিরিয়ায় পরিণত হবে এবং আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেছেন,বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং এ দেশ সৃষ্টিকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিকভাবে মূল্যবান ভোট প্রয়োগ করতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালীর শ্রীশ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।