raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

যমুনায় গেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৮, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতবিনিময় শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় যমুনায় যান তারা।

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যমুনায় যান বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

Advertisements

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে জনগণের দুর্ভোগের কথাও জানিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টিও তুলে ধরেছি। যাতে করে তারা দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করেন। টিসিবির ট্রাকগুলোকে বাড়ানোর জন্য বলেছি।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যেন বিভাজন তৈরি না হয়। চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

বিএনপির এই নেতা বলেন, সংস্কারগুলোকে সম্পূর্ণ করে যতদ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য ড. ইউনূসকে বলেছি। একটি রোডম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলো আমরা তাদেরকে বলেছি।

৩৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।