raising sylhet
ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, ৬ অটোরিকশাচালক আটক

rising sylhet
rising sylhet
মার্চ ২৭, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- চাঁদপুর লঞ্চঘাটের যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি ও লঞ্চের চালক, স্টাফদের বিরক্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয়জন সিএনজি চালিত অটোরিকশাচালককে আটক করেছে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক চালকরা হলেন- চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে মো. মিন্টু খান (৩৫), ওয়ারলেস এলাকার মনির মিজির ছেলে শরীফ মিজি (২৮), সদর উপজেলার পশ্চিম বাগাদী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন হোসেন (২৪), চাঁনখার দোকান এলাকার আমিন খা (৩৩), ফরিদগঞ্জ উপজেলার চর পোয়া গ্রামের মৃত আ. মাবুদের ছেলে সোহাগ (৩৪) এবং ভোলার লাল মোহন উপজেলার আলী হোসেনের ছেলে মো. নোমান (২২)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনালে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি ও অসংলগ্নভাবে চিৎকার চেঁচামেচি করে লঞ্চের চালক, স্টাফ ও যাত্রীদের বিরক্ত করেন। এতে লঞ্চ টার্মিনালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে লঞ্চের চালক, স্টাফ ও যাত্রীরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

১২৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।