raising sylhet
ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীদের সর্বস্ব লুটে নেয়া চক্রের ৪ জন গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
নভেম্বর ৮, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবেশে গাড়িতে উঠে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি গাড়িও।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রাতে অপহরণকারী চক্রের চার সদস্য সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর যাওয়ার জন্য আল আমিনের একটি মাইক্রোবাস ভাড়ায় নেন। পথে বিভিন্ন যাত্রী তুলে তাদের তাদের হাত-মুখ বেঁধে নির্যাতনের পর টাকা নিয়ে রাস্তায় ফেলে দেন।

Advertisements

সেই মাইক্রোবাসে টাঙ্গাইল থেকে রফিক নামে এক যাত্রীকে গাড়িতে তুলে অপহরণের টাকা আদায়ের জন্য ময়মনসিংহ পাটগুদাম ব্রিজমোড় পৌঁছায়। অপহৃত রফিক পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করলে অপহরণকারীরা তাকে রেখে পালিয়ে যায়।

ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।

২৭৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।