রাইজিংসিলেট- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবেশে গাড়িতে উঠে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি গাড়িও।
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রাতে অপহরণকারী চক্রের চার সদস্য সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর যাওয়ার জন্য আল আমিনের একটি মাইক্রোবাস ভাড়ায় নেন। পথে বিভিন্ন যাত্রী তুলে তাদের তাদের হাত-মুখ বেঁধে নির্যাতনের পর টাকা নিয়ে রাস্তায় ফেলে দেন।
সেই মাইক্রোবাসে টাঙ্গাইল থেকে রফিক নামে এক যাত্রীকে গাড়িতে তুলে অপহরণের টাকা আদায়ের জন্য ময়মনসিংহ পাটগুদাম ব্রিজমোড় পৌঁছায়। অপহৃত রফিক পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করলে অপহরণকারীরা তাকে রেখে পালিয়ে যায়।
ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।