raising sylhet
ঢাকাশুক্রবার , ২১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন

rising sylhet
rising sylhet
এপ্রিল ২১, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তোহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাস। এতে চারজন মারাত্মকভাবে আহত হন। উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisements

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় পলাশবাড়ীতে আটক করা হয়েছে।

৭৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।