ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে, তারা এই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে-তারেক

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,নির্বাচন যত দেরি হবে, ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। একইসঙ্গে তিনি বলেছেন, যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে, তারা এই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সফল সংস্কার অবশ্যই দেশের রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব হবে। তাই দ্রুত নির্বাচন দয়ে রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। না হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়তেই থাকবে। কারণ লুট করা পলাতকরা সেই টাকা ষড়যন্ত্রের পেছনে খরচ করবে।

জুলাই বিপ্লব চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো-সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক রহমান।  রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘আমরা বিএনপি পরিবার’ এ মতবিনিময় সভার আয়োজন করে।

তিনি বলেন, ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করে অন্য দেশের নাগরিকদের স্বার্থ হাসিলে কাজ করা হয়েছিল। বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

তারেক রহমান আরও বলেন, জুলাই-আগস্টের কয়েক সপ্তাহের হত্যাকাণ্ডই প্রমাণ করে, গেল ১৫ বছর কী পরিমাণ গুম-খুন চালিয়েছে আওয়ামী লীগ।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জুলাই বিল্পবের হত্যাকাণ্ডের বিচার ছাড়া অন্য কিছু এই জাতি মেনে নেবে না। এই আস্থা বিএনপি ও বিএনপির নেতা তারেক রহমানের উপর দেশের মানুষের রয়েছে। এই বিচার বিএনপিকে দিয়েই করা সম্ভব।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা সবাই অনুশোচনাহীন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো চিহ্নই রাখবে না।

৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।