যারা দেশ, জাতি ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক বলে জানিয়েছেন,সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান রহমান হাবিব। প্রবাসীর দেশের বাহিরে থেকে ও সর্বদা বাংলাদেশের উন্নয়ন, অর্থনিতি ও গরিব মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কল্যাণমূলক কাজে ভূমিকা রাখছেন।
মঙ্গলবার দক্ষিণ সুরমার লালাবাজারে শাহজালাল লতিফিয়া ফুরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসা’ সুরুজ মিয়া ও ইলিয়াস মিয়া এতিমখানার আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে প্রবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
সমাজসেবী মো. আজাদ বখত এর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবী হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ সাদিয়া বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌয়াজিদুল হক তুহিন, শাহজালাল লতিফিয়া ফুরকানি ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফিজ মাওলানা এ.এস.বি নিয়াজী’র সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবী লায়েক আহমদ জিকু, আজিম বখত, ইছবর মিয়া, আব্দুস শহিদ , রওশন মেম্বার, ফেরদৌস আহমদ মেম্বার, মল্লিক মিয়া, সুয়েব আহমদ জয়, সুরমান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।