raising sylhet
ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যারা দেশ, জাতি ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক-হাবিব

rising sylhet
rising sylhet
এপ্রিল ৫, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

যারা দেশ, জাতি ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক বলে জানিয়েছেন,সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান রহমান হাবিব। প্রবাসীর দেশের বাহিরে থেকে ও সর্বদা বাংলাদেশের উন্নয়ন, অর্থনিতি ও গরিব মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কল্যাণমূলক কাজে ভূমিকা রাখছেন।

মঙ্গলবার দক্ষিণ সুরমার লালাবাজারে শাহজালাল লতিফিয়া ফুরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসা’ সুরুজ মিয়া ও ইলিয়াস মিয়া এতিমখানার আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে প্রবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

Advertisements

সমাজসেবী মো. আজাদ বখত এর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবী হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ সাদিয়া বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌয়াজিদুল হক তুহিন, শাহজালাল লতিফিয়া ফুরকানি ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফিজ মাওলানা এ.এস.বি নিয়াজী’র সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবী লায়েক আহমদ জিকু, আজিম বখত, ইছবর মিয়া, আব্দুস শহিদ , রওশন মেম্বার, ফেরদৌস আহমদ মেম্বার, মল্লিক মিয়া, সুয়েব আহমদ জয়, সুরমান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।