ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে-উপদেষ্টা

rising sylhet
rising sylhet
জুলাই ৫, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না বলেছেন,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান । যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে।

শনিবার (৫ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন একটি অগ্নিপরীক্ষা আমাদের জাতির জন্য। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এবারের নির্বাচনে কোন আশঙ্কা এবং কোন ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে পারবে। প্রবাসী ভোটাররা প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।