
রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন কিম জং-উনের বোন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের বোন এবং দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-পরিচালক কিম ইয়ো-জং যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন—উত্তর কোরিয়াকে একটি স্থায়ী পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নিয়েই আলোচনায় বসতে হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো-জং বলেন, উত্তর কোরিয়ার পরমাণু শক্তির অবস্থান এখন অপরিবর্তনীয় এবং এটি মেনে না নিলে ভবিষ্যতের কোনো সংলাপই ফলপ্রসূ হবে না।
তিনি হুঁশিয়ার করে বলেন, যদি কেউ এখনো মনে করে কিম জং-উন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে পিয়ংইয়ংকে নিরস্ত্রীকরণে বাধ্য করা যাবে, তাহলে সেটা নিছক হাস্যকর হবে।
তার ভাষায়, “ডিপিআরকে ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই পারমাণবিক শক্তিধর। যদি এই সম্পর্ক উত্তেজনার দিকে গড়ায়, তবে তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।”
তিনি আরও জানান, অতীতের মতো যদি ওয়াশিংটন একতরফাভাবে সংলাপের পথে হাঁটে, তবে সেই প্রচেষ্টা এবারও ব্যর্থ হবে।
বর্তমানে উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৫০টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলোকে তারা নিজেদের ‘জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা’ হিসেবে বিবেচনা করে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে এই অস্ত্রসম্ভার বজায় রাখা জরুরি বলেই দাবি করে পিয়ংইয়ং।