ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নির্বাচনী ক্যাম্পেইন করলেন-ডোনাল্ট ট্রাম্প

rising sylhet
rising sylhet
মার্চ ২৬, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নির্বাচনী ক্যাম্পেইন করলেন । টেক্সাসে করা এই ক্যাম্পেইনে সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে করা তদন্তের সমালোচনাও করেছেন।

ডোনাল্ড ট্রাম্প শনিবারের এই ক্যাম্পেইন শুরু করেন ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মাধ্যমে। এ সময় ট্রাম্পের রেকর্ড করা একটি প্রতিশ্রুতি ভিডিও দেখানো হয়।

২০২১ সালে ক্যাপিটল হিলের সামনে যারা বিদ্রোহ করেছিল তাদের পক্ষ নিয়ে ট্রাম্প বলেন, তারা সবাই নির্দোষ প্রমাণিত হবে।

এসময় তার বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন তিনি।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, তাকে গ্রেফতার করা হতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেন।

পর্ন তারকা স্টোরমি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে নিজের সামাজিক মাধ্যমে দাবি করেন।

১১৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।